বাগেরহাটের মোরেলগঞ্জে ইউনিয়ন পরিষদে চাহিদাভিত্তিক খাত তৈরী, বরাদ্দ বৃদ্ধি ও বাজেট মনিটরিং বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সরকার শক্তিশালী করণের লক্ষে ও সময়োপযোগী বাজেট বাস্তবায়নের জন্য সোমবার বেলা ১২ টার দিকে বেসরকারি উন্নয়ন সংস্থা ডরপ এ সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম। সভাপতিত্ব করেন সুশিল সমাজ নেটওয়ার্ক প্রতিনিধি মো. খলিলুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল জাবির ও যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইখতিয়ার উদ্দিন।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন ডরপ প্রকল্প সমন্বয়কারি প্রতিভা বিকাশ সরকার, তাহের হোসেন, চুমকি রায় ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক গণেশ পাল। ##