আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ – এসপি   

রংপুর হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম বলেছেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তরুণ প্রজন্মের শিশুরা ট্রাফিক আইন মেনে মহাসড়ক দিয়ে চলাফেরা করবে। একই সাথে তারা যখন মোটরসাইকেলে চলাফেরা করবে হেলমেট ব্যবহার করতে হবে । ১৮ বছরের নিচে কোন শিশু মোটরসাইকেল ড্রাইভ করতে পারবে না।  আজকের কর্মশালার করার মূল উদ্দেশ্য হচ্ছে  ড্রাইভার ও সাধারণ মানুষকে সচেতনা তৈরি করা।

তিনি আরো বলেন, মোটর বাইকের ড্রাইভার সহ পরিবারের পিতা-মাতা সবাইকে এই মেসেজগুলো পৌঁছে দেওয়ার আহবান জানাচ্ছি। জনসচেতনামূলক বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। আমাদের কাজ অব্যাহত থাকবে। আপনারা জানেন প্রতি বছরেই সড়ক দুর্ঘটনায় সাত থেকে আট হাজার মানুষ মারা যায় এবং ১০ থেকে ১৫ হাজার মানুষ আহত হচ্ছে পঙ্গুত্ববরণ করেছে। এতে করে পরিবারগুলো অসহায় ভাবে জীবন যাপন করছে। আমরা সবাই মিলে সচেতন হই আশেপাশে সবাইকে সচেতন করি।

আজ বুধবার দুপুরে রংপুরের তারাগঞ্জে ফাজিলপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ট্রাফিক সিগন্যাল ও রোড সাইন প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম এসব কথা বলেন তিনি। 

এ সময় উপস্থিত ছিলেন তারাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মুস্তাফিজুর রহমান,তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান ও ফাজিলপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফসহ তরুণ প্রজন্মের শিক্ষার্থীরা।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles