নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা মতিউর রহমান ও এবং তার ছেলে মশিউর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ এবং ঢাকায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
রোববার (১৩ জানুয়ারি) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে তাদের সিএমএম আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, আসামি মতিউর রহমান ও তার ছেলে মশিউর রহমানকে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হবে। এছাড়া ২০২৩ সালে দুর্নীতি দমন কমিশনের করা অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের মামলায় কারাভোগও করেন এই মতিউর। তার স্ত্রী রোকেয়া রহমানও দুদকের মামলার আসামি।
মতিউর রহমান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের দুইবারের নির্বাচিত কাউন্সিলর এবং সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি। স্থানীয়ভাবে প্রভাবশালী এ কাউন্সিলর নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। তিনি এসো মেঘনা ও পদ্মা অয়েল কোম্পানির তেলের ডিপো এবং আদমজী ইপিজেড থেকে প্রভাব খাটিয়ে অবৈধভাবে শত শত কোটি টাকা কামিয়ে নিয়েছেন