৩১দফা বাস্তবায়নের দাবিতে শেরপুরে বিএনপি’র বিক্ষোভ

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবি আদায়ের লক্ষ্যে শেরপুরে জেলা বিএনপি’র উদ্যোগে
বিক্ষোভ মিছিল হয়েছে।
সোমবার (১৩জানুয়ারী) বিকেলে জেলা বিএনপি’র আয়োজনে এবং জেলা বিএনপি’র সাবেক আহবায়ক হযরত আলীর অনুসারীরা শেরপুর শহরের পৌরপার্ক থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মীদের নিয়ে মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ে এসে শেষ হয়।

এসময় বিক্ষোভকারীরা তারেক রহমানের ৩১ দফা দাবী বাস্তবায়নে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই, নির্বাচন কমিশন সংস্কার চাই, আওয়ামী লীগের বিচার চাই, শেখ হাসিনার বিচার চাই সহ নানা শ্লোগানে মুখরিত করে মিছিলে আসা নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিল শেষে থানা মোড় চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে শহর বিএনপি’র সভাপতি মামুনুর রশীদ পলাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুল হাসান সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles