যশোরের মণিরামপুরে উপজেলা বিএনপির আহবায়ক সাবেক পৌর মেয়র অ্যাড. শহীদ ইকবালের হোসেন ও সদর ইউনিয়ন চেয়ারম্যান নিস্তার ফারুকের আম্মাজান রাবেয়া বেগম (৯৩) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহে…রাজেউন)।
সোমবার সকাল ৮টার দিকে যশোর ইবনেসিনা হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তিনি পুত্র, কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্যা শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
এদিন আসরবাদ মণিরামপুর সরকারী কলেজ৷ ক্যাম্পাসে মরহুমার নামাজে জানাজা শেষে ফাতেয়াবাদ গ্রামে পারিবারিক কবরস্থানে স্বামীর কবরের পাশেই দাফন সম্পন্ন করা হয়েছে।
মরহুমার মৃত্যুর খবর শুনে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপি’র খুলনা বিভাগীয় (ভারপ্রাপ্ত) সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির সুযোগ্য আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম, যুগ্ন আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য সচীব অ্যাড. সাবেরুল হক সাবুসহ যশোর জেলা ও মণিরামপুর উপজেলা বিএনপির বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।