ঢাবি’র শেরপুর জেলার কমিটি গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেরপুর জেলা ছাত্র সংসদে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী আহমেদ হোসেন জনি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ইজতেহাদ রাফি। নির্বাচনে তিনজন শিক্ষার্থী প্রতিদ্বন্দিতা করেন। অর্থনীতি বিভাগের আহমেদ হোসেন জনি (হাতি) প্রতীকে, ভূতত্ত্ব বিভাগের সোহানুর রহমান সোহান (তুলসীমালা চাল) প্রতীকে এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আহমেদ ইজতেহাদ রাফি প্রতিদ্বন্দিতা করেন (ছানার পায়েশ) প্রতীকে। নির্বাচনে শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণে ভোটের মাধ্যমে সভাপতি এবং সেক্রেটারিকে নির্বাচিত করা হয়।
সর্বোচ্চ ভোট পেয়ে আগামী এক বছরের জন্য সভাপতি নির্বাচিত হয় আহমেদ হোসেন জনি এবং দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয় ইজতেহাদ রাফি।

নবনির্বাচিত সভাপতি আহমেদ হোসেন জনি বলেন, “আমি স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করে শেরপুরের ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সার্বিক সুযোগ সুবিধা নিশ্চিতকল্পে কাজ করবো। সেই সাথে পিছিয়ে পড়া শেরপুর জেলাকে এগিয়ে নিতে একযোগে কাজ করে যাবো”।

সাধারণ সম্পাদক রাফি বলেন, “আমি শেরপুরের শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে কাজ করে যাবো। সর্বদা তাদের পাশে থাকার চেষ্টা করবো”।

দীর্ঘদিন পর শেরপুর জেলা ছাত্র সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন হওয়ায় শিক্ষার্থীরা সন্তোস প্রকাশ করে। উৎসবমুখর পরিবেশে রোববার বিকেল ৩টা থেকে ৫ টা পর্যন্ত ভোট গ্রহণের পর সন্ধ্যা ৬ টায় ফলাফল প্রকাশ করা হয়।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles