এ আই ফিচারে দারুণ ফটোগ্রাফি

দেয়ালে আঁকা ছবি বা গ্রাফিতি দেখে মুগ্ধ হয়ে ছবি তুললেন। পরে খেয়াল করলেন, পাশে কিছু অবাঞ্ছিত পোস্টার ফ্রেমটিকে নষ্ট করছে। আর কোনো দুশ্চিন্তা নেই! ভিভো ভি৪০ লাইট স্মার্টফোনে এআই ইরেজ ফিচার দিয়ে পোস্টারগুলো সরিয়ে ছবিটি করে নিন একদম নিখুঁত।

চলতি মাসেই দেশে এসেছে ভিভোর ভি সিরিজের নতুন ফোন ভি৪০ লাইট। এরইমধ্যে ক্যামেরাসহ বিভিন্ন ফিচারে নজর কেড়েছে স্মার্টফোনটি। ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা, ২ মেগাপিক্সেল বোকেহ ক্যামেরাও ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা মিলছে ভিভো ভি৪০ লাইট এ।

ফটোগ্রাফিতে এআই এর ব্যবহার ভিভোর নতুন স্মার্টফোন ভি৪০ লাইট এ দিয়েছে নতুন মাত্রা। এআই ইরেজ ফিচার দিয়ে ছবির অবাঞ্ছিত অংশ সহজেই মুছে ফেলা যায়। অনাকাঙ্ক্ষিত অংশটির চারপাশে সার্কেল এঁকে চিহ্নিত করলেই এআই মসৃণভাবে তা মুছে ফেলে।

ভিভো ভি৪০ লাইট এআই ফটো ফিচার স্বয়ংক্রিয়ভাবে ছবির উজ্জ্বলতা ও রঙের মাত্রা ঠিক করে দেয়। রঙিন ল্যান্ডস্কেপ বা কম আলোয় তোলা পোর্ট্রেটকে এ ফিচারটি আরও দুর্দান্ত ও আকর্ষণীয় করে তোলে।

‘এআই ডকুমেন্টস’ ফিচার দিয়ে ছবি থেকে টেক্সট আলাদা করা যায় সহজেই, যা ক্যামেরাকে পরিণত করে শক্তিশালী স্ক্যানারে। এতে ঝামেলামুক্তভাবে নোট সেভ করা বা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট শেয়ার করা যায়।

এছাড়া রয়েছে এআই অরা লাইট ফিচার, যা পরিবেশের সঙ্গে মানানসই কালারের অরা লাইট প্রোজেক্ট করতে পারে। এর মেইন ক্যামেরায় রয়েছে নাইট, পোর্ট্রেট, প্যানোরমা, স্লো-মো, প্রো, টাইম-ল্যাপসসহ ১২টি ফটো মোড।

ভিভো ভি৪০ লাইট এ রয়েছে ইলেক্ট্রনিক স্ট্যাবিলাইজেশন মোড, যা ভিডিওকে ঝাঁকুনিমুক্ত রাখে। এর ৩০০ শতাংশ অডিও বুস্টারের সাথে ডুয়েল অডিও স্পিকার ভিডিওতে দেয় উন্নত সাউন্ড কোয়ালিটি, যা ভ্লগিংয়ের জন্য বিশেষ সুবিধাজনক।

দুইটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে ভিভো ভি৪০ লাইট। একটি ৮জিবি র‍্যাম+ ৮জিবি এক্সটেন্ডেড র‍্যাম+ ১২৮জিবি স্টোরেজের ডিভাইসটির দাম পড়বে ২৮,৯৯৯ টাকা। অন্যদিকে ৮জিবি র‍্যাম+ ৮জিবি এক্সটেন্ডেড র‍্যাম+ ২৫৬জিবি স্টোরেজের স্মার্টফোনটির দাম ৩১,৯৯৯ টাকা।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

বাংলা প্রেস মিডিয়া তে আপনাকে স্বাগতম। 

আপনার সংবাদ টি দিতে WhatsApp যোগাযোগ করুন = 01715283939

This will close in 20 seconds