পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (পবিপ্রবিসাস) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে রেকর্ডসংখ্যক ১০৮ জন শিক্ষানবিশ সাংবাদিককে অন্তর্ভুক্ত করে যাত্রা শুরু করেছে। এক আলোচনা সভার মধ্য দিয়ে এই নতুন প্যানেলের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
২৭ নভেম্বর, ২০২৪ তারিখে পবিপ্রবিসাসের কার্যনির্বাহী ও সহযোগী সদস্যদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কৃষি সেমিনার কক্ষে নবীন শিক্ষার্থীদের নিয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নুর মোহাম্মদ শাহীন। তিনি তাঁর বক্তব্যে উপস্থিত নবীন শিক্ষার্থীদের শিক্ষানবিশ সাংবাদিক হিসেবে ঘোষণা দেন। সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন এবং অন্যান্য কার্যনির্বাহী সদস্যরা।
নবীন শিক্ষার্থীদের মধ্যে সাংবাদিকতার প্রতি ব্যাপক আগ্রহ দেখা যায়। পবিপ্রবিসাসে সদস্যপদ নেওয়ার আহ্বানে শতাধিক শিক্ষার্থী সাড়া দেয়, যা সংগঠনের ইতিহাসে অভূতপূর্ব। এ বিষয়ে শিক্ষার্থী গাজী সামিহা রহমান মাহি বলেন, “বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির নিষ্ঠা, সত্য প্রকাশের সাহসিকতা এবং তাদের পেশাদারিত্ব আমাকে মুগ্ধ করেছে। তাই শুরু থেকেই এই সমিতিতে কাজ করার ইচ্ছা ছিল।” অন্যান্য নবীনরাও সংগঠনের পেশাদারিত্ব ও সত্য প্রকাশের নীতি প্রশংসা করেন।
নবীন সদস্যদের এই আগ্রহের বিষয়ে পবিপ্রবিসাসের সভাপতি নুর মোহাম্মদ শাহীন বলেন, “সাংবাদিক সমিতি আমার কাছে সন্তানের মতো। প্রতিষ্ঠার পর থেকে সব প্রতিকূলতার মধ্যেও আমরা সত্য ও ন্যায়ের পথে থেকেছি। আমাদের এই সততা ও নিষ্ঠার ফলেই নবীনদের এমন অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে।”
উল্লেখ্য, পবিপ্রবিসাস প্রতিষ্ঠার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের সংবাদ পরিবেশনে সততা এবং পেশাদারিত্ব বজায় রেখে কাজ করছে, যা নবীনদের মধ্যে সংগঠনের প্রতি আস্থা ও আগ্রহ তৈরি করেছে।