বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত বাগেরহাটের ছয়জন শহীদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের চেক হস্হান্তর করেছেন বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সিলভার লাইন গ্রুপ এর কর্নধার এম এ এইচ সেলিম।
২৬ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় শহরের পুরাতন বাজার এলাকার নিজ বাসভবন মেহেদী কুঞ্জে ছয়জন শহীদ পরিবারের সদস্যদের হাতে প্রতিটি পরিবারের জন্য একলক্ষ টাকা করে মোট ছয় লক্ষ টাকার চেক হস্হান্তর করেন তিনি। জেলা জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মঞ্জুরুল হক রাহাদ।
সাবেক পৌর কাউন্সিলর মাহাবুবুর রহমান টুটুল।সাবেক যুবদল নেতা মেহেবুবুল হক কিশোর , এম এ এইচ এর দুই পুত্র সহ ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন এসময়ে উপস্হিত ছিলেন। এ সময়ে তিনি ভবিষ্যতেও শহীদ পরিবারের পাশে থেকে সহযোগীতা করার আশ্বাস দেন।
এর আগে বিকেলে তিনি খানজাহানআলী মাজার মাঠ প্রাঙ্গনে তার সৌজন্যে আয়োজিত বিশাল নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে শহীদ পরিবারকে এই আর্থিক সহায়তা প্রদানের ঘোষনা দেন তিনি।।