রংপুরে স্থানীয় সরকার উপদেষ্টার শীতবস্ত্র বিতরণ  

অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মঙ্গলবার (২৬ নভেম্বর)  রংপুর জেলার পীরগাছা উপজেলার পাওটানাহাট কলেজ মাঠ প্রাঙ্গনে স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় সভায় যোগদান করেন। সভা শেষে উপজেলার অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি।

 

এ সময় স্থানীয় জনসাধারণের পক্ষ থেকে বলা হয়, পীরগাছা থেকে চিলমারীর অর্থনৈতিক ও বাণিজ্যিক সমৃদ্ধি বাড়াতে পারে তিস্তার উপর একটি নতুন ব্রিজ। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে স্থানীয়দের সাথে নিয়ে নদী তীরবর্তী এলাকা সরেজমিনে পরিদর্শন করেন স্থানীয় সরকার উপদেষ্টা। এ প্রসঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সার্ভে করার পরামর্শ দিয়েছেন তিনি। এছাড়াও পীরগাছা উপজেলা সম্প্রসারিত নতুন প্রশাসনিক ভবন ও নতুন হলরুমের শুভ উদ্বোধন ঘোষণা করেন উপদেষ্টা।

 

পরে মধ্যাহ্ন বিরতি শেষে দুপুরে রংপুরের কাউনিয়া উপজেলায় অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন স্থানীয় সরকার উপদেষ্টা। এ সময় কাউনিয়া উপজেলার উন্নয়নে ৫০ লক্ষ টাকার বিশেষ বরাদ্দের ঘোষণা দেন তিনি। শীতবস্ত্র বিতরণ ও সভা শেষে বিকেলে ঢাকায় ফিরে আসেন উপদেষ্টা।

 

রংপুর সফরে স্থানীয় সরকার বিভাগের সচিব (রুটিন দায়িত্ব), উপদেষ্টা’র সহকারী একান্ত সচিব এবং ব্যক্তিগত কর্মকর্তাবৃন্দ উপদেষ্টা’র সফরসঙ্গী ছিলেন।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home11/onzcfyam/public_html/wp-includes/functions.php on line 5464