ফেনীর ছাগলনাইয়ায় মহামায়া ইউনিয়নে আলহাজ্ব আবদুল হক চৌধুরী ডিগ্রী কলেজের (অনার্স/মাষ্টার্স)শিক্ষার্থীদের আয়োজনে ও কলেজ এডহক কমিটির ব্যবস্থাপনায় আলহাজ্ব আবদুল হক চৌধুরী ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা মরহুম এনামুল হক চৌধুরী স্মরণে আন্তঃ শ্রেণী ফুটবল টুর্নামেন্ট-২৪ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে।
বুধবার সকালে আলহাজ্ব আবদুল হক চৌধুরী ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত উক্ত খেলায় হিসাববিজ্ঞান বিভাগকে (৩-০) গোলে হারিয়ে চাম্পিয়নের গৌরব অর্জন করে ইংরেজি বিভাগ।কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব আবদুল হক চৌধুরী ডিগ্রী কলেজের এডহক কমিটির সভাপতি মেহেরুন নেছা বেগম শিমুল।
চ্যানেল এস এর ফেনী জেলা প্রতিনিধি কাউসার হামিদ সিকদার পিনুর সঞ্চালনায় অন্যান্যের মাঝে আলহাজ্ব আবদুল হক চৌধুরী ডিগ্রী কলেজের এডহক কমিটি ও দাতা সদস্য আজিজুল হক চৌধুরী জাহাঙ্গীর, জমিলা হক ট্রাস্টের কর্মকর্তা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাফর হোসেন মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী ও মহামায়া ইউনিয়ন বিএনপি যুগ্ন আহ্বায়ক আব্দুল হালিম,কলেজ এডহক কমিটির শিক্ষক প্রতিনিধি সদস্য নুরুল আমিন ভূঁইয়া,কলেজের সিনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমান, সলিমউল্লাহ,জমিলা হক ট্রাস্ট এর কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল, কলেজ ছাত্রদলের
যুগ্ন-আহবায়ক ইয়াসিন হোসেন সিকদার, সদস্য সচিব রাকিব , কলেজ ছাত্র নুরুসহ-শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
খেলায় মোট ৮টি দল অংশ নেয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফিসহ অন্যান্য পুরস্কার প্রদান করা হয়।