পঞ্চগড় পৌর শহড়ে রাস্তার দুপাশে অবৈধভাবে গড়ে ওঠা পাকা-আধাপাকা ও কাঠের তৈরি শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নেমেছে জেলা প্রশাসক ।
সোমবার ( ৪ নভেম্বর ) সকাল থেকে পঞ্চগড় পৌর শহরে রাস্তার দুপাশের প্রায় শতাধিক অবৈধ স্থাপনা ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য আগেই জেলা প্রশাসকের পক্ষ থেকে মাইকিং করে প্রচারণা চালানো হয়েছিল। কিন্তু অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা সরিয়ে না নেওয়ায় সেগুলো উচ্ছেদ করা হচ্ছে। পঞ্চগড়ের পৌর শহরের দুপাশে গড়ে ওঠা এখনো যত অবৈধ স্থাপনা রয়েছে সেগুলোও উচ্ছেদ অভিযান কার্যক্রম চলবে।
এ সময় জেলা প্রশাসক সাবেত আলীর নেতৃত্বে যৌথবাহিনী সহযোগিতায় চৌরঙ্গীর মোড় থেকে বানিয়াপট্রি মোড় পর্যন্ত দিনব্যাপি এই উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ ,এডিসির এভিনিউ মোঃ আব্দুল কাদের , অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সীমা শারমিন , উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন,সিনিয়র কমিশনার ইমরানুজ্জামান, জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, সহ মার্কেট ও দোকান মালিকরা স্বস্ব স্থানে উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক সাবেত আলী বলেন, নিরাপদ সড়ক ব্যাবস্থায় ও পথচারীদের চলাচলে যানজোট নিরসন ও দখল মুক্ত করতে এই অবৈধ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
আজ দিনব্যাপি পঞ্চগড় পৌরসভাধীন চৌরঙ্গী মোর থেকেে বানিয়া পট্টি পর্যন্ত প্রায় শতাধীক মার্কেট ও ফুটপাতের দোকান দখলকৃত অবৈধ অংশবিশেষ ভেকু দিয়ে অপসারন করা হয়েছে। এই অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।