কুমিল্লা চান্দিনায় বাংলাদেশ জাতীয়তাবাদী
যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুস্থ ও অসহায়,পথচারীদের মাঝে খাবার বিতরন করা হয়।
২৮ অক্টোবর সোমবার দুপুর ২ টায় দোল্লাই নোয়াাবপুর ইউনিয়ন যুবদলের আয়োজনে দোল্লাই নবাবপুর বিএনপির কার্যালয়ের সামনে ৬ শতাধিক দুস্থদের মাঝে খাবার বিতরন অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও চান্দিনা উপজেলা বিএনপির আহবায়ক আতিকুল আলম শাওন।
এসময় উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা যুবদল আহবায়ক মাওলানা আবুল খায়ের,দোল্লাই নোয়াাবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাজাহান সাজু,সাধারন সম্পাদক ইয়াছিন সরকার, বিএনপি নেতা প্রফেসর আবদুর রব, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ সভাপতি শফিকুল ইসলাম,সহসভাপতি দেলোয়ার হোসেন,সাধারন সম্পাদক কাজী জাকারিয়া পিন্টু,যুবদল সদস্য মনির হোসেন,সহ-সভাপতি আলাউদ্দিন,,যুবদলের যুগ্ম-সাধারন সম্পাদক আবদুল কাইয়ুম মিয়াজী,দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন,যুবদল নেতা আক্তার হোসেন,কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্মসাধারন সম্পাদক জাকির হোসেন চৌধুরী,ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল কাইয়ুম খান,নবাবপুর স্বেচ্ছাসেবকদলের সাধারন সম্পাদক আবদুর রহমান, যুগ্নআহবায়ক মোঃ শাহজালাল, মাইজখার ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি গিয়াসউদ্দিন ভুইয়া, বিএনপি নেতা মাওলানা আবদুস সাত্তার,পৌর ছাত্রদলের আহবায়ক মাহবুব আলম দোলন,জোয়াগ ইউনিয়ন যুবদলনেতা জসিম উদ্দিন,ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীসহ বিএনপির অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় বিএনপি নেতারা বলেন- দীর্ঘ ১৬ বছর পর যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারা চান্দিনায় মানুষকে ফ্রি চিকিৎসা সেবা সহ মেহনতী মানুষের মাঝে খাবার বিতরণ করেছি। বিলবোর্ড লাগিয়ে, শোডাউন করে রাজনীতি আর চলবে না। রাজনীতি করতে হবে মানুষের কল্যানে। অসহায়, দু:স্থ, গরীব মানুষের প্রতি সমাজের বিত্তবান, ব্যবসায়ী ও শিল্পপতিরা যেনো এগিয়ে আসে সে আহবান জানান তিনি।
দেশে ফ্যাসিবাদী আওয়ামী লীগ প্রেতাত্বাদের সকল ষড়যন্ত্র রুখে দিতে জাতীয়তাবাদী যুবদলের সকল নেতাকর্মীদের কঠোর অবস্থানে থাকার আহবান জানানো হয়।