:
মণিরামপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আশার উদ্যোগে মৎস্য চাষ ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আশার কেন্দ্রীয় কার্যালয়ের এ্যাসিসটেন্ট ডিরেক্টর (ফিশারিজ) সবুজ কুমার চোধুরী।
বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা মৎস্য কর্মকর্তা সরকার মুহাম্মদ রফিকুল আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ মুহাম্মদ সাইদুর রহমান, আশার মনিরামপুর ব্রাঞ্চের আরএম দিলীপ কুমার ঘোষ, প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান, আশার ব্রাঞ্চ-১ এর ম্যানেজার ইনামুল ইসলাম, ব্রাঞ্চ-২ এর ম্যানেজার ইমরান হোসেন, টেকনিক্যাল অফিসার (কৃষি) নীতিকেশ মন্ডল প্রমুখ।
উল্লেখ্য, প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার ছয়টি ব্রাঞ্চের ৩০ জন মৎস্য চাষী অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালায় পুকুর প্রস্তত, পোনা মজুদ, রোগ প্রতিরোধসহ উত্তম মৎস্য চাষ ও ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।