– চুনারুঘাটে সদ্য প্রকাশিত জাতীয় দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রোববার, বিকাল ৪ ঘটিকায় চুনারুঘাট প্রেসক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পত্রিকার চুনারুঘাট প্রতিনিধি ও চুনারুঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি ইসমাইল হোসেন বাচ্চুর সঞ্চালনায় ও সভাপতি জামাল হোসেন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দীন সামছু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ, চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সাবেক সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী,সিনিয়র সহ সভাপতি মহিদ আহমদ চৌধুরী, আমার দেশ পাঠক ফোরামের সভাপতি আবদুল ওয়াদুদ মাস্টার, সমাজ সেবক নূরুল ইসলাম তোতা সহ চুনারুঘাট প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বক্তব্যে বলেন- মুক্তচিন্তার কথা বলে পত্রিকাগুলো শুরু করলে ও শেষ পর্যন্ত তারা নীতিতে অটল থাকতে পারেনা।
বিগত ফ্যাসিবাদ সরকারের সময়েও আমরা এর উদাহরণ দেখেছি। গণমাধ্যমকে তাদের কাজ করতে দেয়া হয়নি। আশা করি ‘দৈনিক রূপালী বাংলাদেশ’ সকল প্রতিকূলতা ডিঙিয়ে তার লক্ষ্য অর্জনে সামনে এগিয়ে যাবে।
সভাশেষে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।