মহাসড়কে ইজিবাইক,মাহেন্দ্র,থ্রি-হুইলার বন্ধ।বাগেরহাটের বিভিন্ন রুটে লীজকৃত বি আরটিসি বাস বন্ধ এবং সমিতি বহির্ভূত বিভিন্ন ব্যানারযুক্ত পরিবহনের চলাচল বন্ধের দাবীতে খুলনা,বাগেরহাট,পিরোজপুর,ঝালোকাঠি,বরিশাল এর ৭ টি বাস মালিক সমিতির এক যৌথ সভার আয়োজন করা হয়।
এ বিষয়ে এক সংবাদ সন্মেলন করেছে বাগেরহাট আন্তঃজেলা বাস,মিনিবাস,কোচ ও মাইক্রোবাস মালিক সমিতি।২০ অক্টোবর সকালে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির যুগ্নআহবায়ক মোঃ শাহাজাহান মিনা।এ সময়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সমিতির সদস্য সচিব মোঃশহীদুল ইসলাম,যুগ্ন আহবায়ক মোঃ আক্তারুজ্জামান,মোঃ জিয়াউদ্দিন শেখ,সদস্য সচিব মতিয়ার রহমান মিনা,শ্রমিক ইউনিয়ন এর সভাপতি শামীম খান ও সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় আগামী ২১ অক্টোবরের মধ্যে প্রশাসন যদি এ বিষয়ে সিদ্ধান্ত না নেন সেক্ষেত্রে বাগেরহাট এর সমিতিভূক্ত ১৭ টি রুট সহ সাতটি সমিতির রুট গুলোতে আগামী ২২ তারিখ থেকে গাড়ী চলাচল বন্ধ থাকবে।।।