প্রবাসী মিজানকে বরণ করতে নেতাকর্মীর ঢল, ফুলের শুভেচ্ছা

বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের সাবেক ছাত্রদলের সভাপতি, সমাজসেবক, রেমিটেন্স যোদ্ধা ও ক্রীড়া ব্যক্তিত্ব মো. বখতিয়ার হোসেন মিজান সৌদি আরব থেকে দেশে ফেরায় শুক্রবার সকাল ১১ টায় দলীয় নেতাকর্মীরা বাগেরহাট থেকে এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে বরণ করে নেন।

মোরেলগঞ্জ পৌরসভার কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী মো. ফখরুজ্জামান খানের বড় সন্তান আওয়ামী দুঃশাসনে নিষ্পেষিত হয়ে এক যুগ আগে সৌদি আরব-পাড়িজমান। সেখান থেকে দলীয় নেতাকর্মীদের মামলা পরিচালনা, অসহায় ও আহত দলীয় কর্মীদের নানারকম আর্থিক সহযোগিতা অব্যাহত রাখেন। তিনি মাদক ও অনলাইনের আগ্রাসন থেকে যুব সমাজকে রক্ষার জন্য গড়ে তোলেন মিজান খান ক্রিড়া একাডেমি নামে একটি সামাজিক প্রতিষ্ঠান।
এ মোটর শোভাযাত্রায় এ সময় উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তালুকদার রনি, পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব আরিফুল ইসলাম অনি, মিজান খান ক্রিড়া একাডেমির প্রধান উপদেষ্টা শাহজাহান আলী খান, যুবনেতা রিয়াজ হাওলাদার, ফয়সাল সুলতান রকি, এস এম কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাদাত শুভ সহ পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দ। ছাত্রদল নেতা বখতিয়ার হোসেন মিজান বলেন, ছাত্র-জনতার ত্যাগের বিনিময় যে নতুন বাংলাদেশ আমরা পেলাম দুর্নীতিমুক্ত ও ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে সুখী ও সমৃদ্ধশালী রাষ্ট্র গড়ে তুলতে হবে। #

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles