কুলিয়ারচর পৌরসভা পরিচালনা করছেন সরকারী ৭ কর্মকর্তা

কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভা পরিচালনা করছেন সরকারী ৭ কর্মকর্তা।

স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪ এর ধারা ৪২ ক (৩) অনুযায়ী পৌরসভার প্রশাসকের কর্ম সম্পাদনে সহায়তা প্রদানের লক্ষ্যে ৯টি ওয়ার্ডে কাউন্সিলর এর ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনের জন্য উপজেলার ৬টি দপ্তরের কর্মকর্তাদের আনুষ্ঠানিক ভাবে পৌরসভার কাউন্সিলর হিসেবে দায়িত্ব প্রদান করেন উপজেলা প্রশাসক ও পৌর প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ-জোহরা। দ্বায়িত্ব গ্রহণের পর থেকে তারা দক্ষতার সহিত পৌরসভার কাউন্সিলরের দ্বায়িত্ব পালন করে আসছেন।

গত ৬ অক্টোবর পৌরসভা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ-জোহরা’র স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে পৌরসভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দায়িত্ব বন্টন করা হয়। এর আগে পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পান উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ-জোহরা।
পৌর প্রশাসক সাবিহা ফাতেমাতুজ-জোহরা’র স্বাক্ষরিত অফিস আদেশ থেকে জানা যায়, পৌরসভার ৩ নং ওয়ার্ডের দাস পাড়া, বাজার বেপারী পাড়া ও কুলিয়ারচর বাজার মহল্লার দায়িত্ব পালন করছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার।
৪ নং ওয়ার্ডের পূর্ব গাইলকাটা মহল্লার দায়িত্ব পালন করেছেন কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন, পিপিএম।
৫ ও ৬ নং ওয়ার্ডে চারারবন, পশ্চিম গাইলকাটা, বেতিয়ারকান্দি, দড়িবাগ, আশ্রবপুর, খড়কমারা, তাতারকান্দি, নোয়াকান্দি, নোয়াহাটি, টিয়াকাটা, পৈলনপুর, খালেকারকান্দি ও ভাটি দোয়ারিয়া মহল্লার দায়িত্ব পালন করেছেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এস.আর.এম.জি কিবরিয়া।
৭ ও ৮ নং ওয়ার্ডের দোয়ারিয়া, কৌতেরকান্দি, কাফাইয়াকান্দি, মেরাতলী, আদমখারকান্দি, আলী আকবরী, সিংলা, মইপুর ও কামালিয়াকান্দি মহল্লার দায়িত্ব পালন করেছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী।
২ নং ওয়ার্ডের নোয়াগাঁও, একরামপুর ও রায়েরচর মহল্লার দায়িত্ব পালন করেছেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন।
১ ও ৯ নং ওয়ার্ডের বড়খারচর, পালটিয়া, মাসকান্দি, কুমারিয়াকান্দি, সাদিরখায়কান্দি, গয়েশপুর, তারাকান্দি আংশিক ও কোনাপাড়া-আংশিক মহল্লার দায়িত্ব পালন করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল আলীম রানা।
জানা যায়, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের অপসারণ করে স্থানীয় সরকার বিভাগ প্রজ্ঞাপন জারি করার পর তাদেরকে পৌরসভা চালানোর দায়িত্ব দেওয়া হয়।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home11/onzcfyam/public_html/wp-includes/functions.php on line 5427