বাগেরহাটের ৯টি উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন সব গ্রাহক বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে একযোগে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।
পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারিরা তাদের আন্দোলনের অংশ হিসেবে একযোগে এই সাটডাউন করে দিয়েছে। সন্ধ্যা ৭টায় এই রিপোর্ট পাঠানো পর্যন্ত সাটডাউন চলছিল। বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতি এ তথ্য নিশ্চিত করেছে।
বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতি থেকে বলা হয়েছে, তাদের সমিতির কর্মকর্তা কর্মচারিরা বেতন বৈষম্য দূর করা সহ দ্রত পদোন্নতির দাবীর আন্দোলনের অংশ হিসেবে পূর্ব ঘোষনা অনুয়ায়ী বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে একযোগে বাগেরহাট জেলার ৯টি উপজেলার সব গ্রাহককে অনিদিষ্ট সময়ের জন্য সাটডাউন করে বিদ্যুৎবিহীন করে রাখা হয়েছে।
এবিষয়ে বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) সুশান্ত রায়সহ একাধিক কর্মকতার মোবাইল নম্বারে ফোন করলেও কখন বিদ্যুৎ দেয়া হবে সে বিষয়ে সুনিদৃষ্ট কোন তথ্য দিতে পারেননি। বলেছেন, শুধু বাগেরহাটেই নয়, আন্দোলনের অংশ হিসেবে সারা দেশেই বিকাল ৩টা থেকে একযোগে সাটডাউন করে বিদ্যুৎবিহীন অবস্থায় রাখা হয়েছে।