চট্টগ্রামের রাউজানে বাজার মনিটরিং এ অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।
১৭ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৫ টা থেকে সন্ধ্যা ৬.৩০টা পর্যন্ত উপজেলা সদরের ফকিরহাট বাজারে এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদুয়ানুল ইসলাম। অভিযানে সহযোগিতা করেন রাউজান থানা পুলিশ। অভিযান চলাকালে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয় এবং বেশ কয়েকজন সতর্ক করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদুয়ানুল ইসলাম বলেন, অভিযানে
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪টি ব্যাবসা প্রতিষ্ঠানকে ১২ হাজার ৪৪টাকা টাকা জরিমানা আদায় করা হয়। তিনি আরো বলেন, অভিযান নিয়মিতভাবে চালানো হবে ।