বাগেরহাটে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
১৭ অক্টোর বৃহষ্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ডাঃ মোঃ ফকরুল হাসান।
জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অরবিন্দ বিশ্বাস এর সভাপতিত্বে সূচনা বক্তব্য রাখেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাট জেলার সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
ক্যাব- বাগেরহাটের সভাপতি বাবুল সরদার এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপারের প্রতিনিধি ইন্সপেক্টর মোঃ মনির, কৃষি বিপণন কর্মকর্তা সুমন হোসাইন, নিরাপদ খাদ্য কর্মকর্তা নাজমুস আক্তার সীমা, বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি, গণমাধ্যম কর্মী,ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, ছাত্র প্রতিনিধি, ও সাধারণ ব্যবসায়ীরা।
এসময়ে বক্তারা বলেন, ভোক্তার অসচেতনতাই ভোক্তার অধিকার সংরক্ষণে অন্যতম বাধা বা অন্তরায়। তাই ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতা সৃষ্টি অত্যন্ত প্রয়োজন। পাশাপাশি পণ্য ও সেবার মান যাচাইয়ে নিয়মিত মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রাখতে হবে।।