রংপুরে ‘কালবেলা উৎসবের’ মধ্যমণি নিভৃত পল্লীর ধাত্রী   

এবার এক অন্যরকম আয়োজন দেখলো রংপুর। দৈনিক কালবেলার দ্বিতীয় বর্ষপূর্তিতে আয়োজনমঞ্চে প্রধান অতিথির আসনে বসেছেন নিভৃত পল্লীর ধাত্রী আমেনা বেগম। যার হাতে প্রায় ৫ হাজার নবজাতক পৃথিবীর আলো দেখেছে। স্বীকৃতি স্বরূপ তাকে কুর্নিশ জানিয়ে সম্মাননা দিয়েছে ‘কালবেলা’ রংপুর পরিবার।

গতকাল বৃহস্পতিবার রংপুর অফিসের আয়োজনে নগরীর সুমি কমিউনিটি সেন্টারে কালবেলার দ্বিতীয় বর্ষপূর্তি  উদযাপন উপলক্ষে ‘কালবেলা উৎসব’ অনুষ্ঠিত হয় ।

বর্ষপূর্তিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের জর্দিপাড়া গ্রামের আমেনা বেগম। তিনি স্বাধীনতা যুদ্ধের পর থেকে সন্তান প্রসবকালীন সহযোগী বা ধাত্রী হিসেবে কাজ করে যাচ্ছেন। এপর্যন্ত তার সহযোগিতায় জন্ম নিয়েছে পাঁচ হাজার শিশু।

এসময় তার গল্প শুনলেন উপস্থিত অতিথিরা। তিনি জানান,যুদ্ধের পর থেকে সন্তান প্রসবের সময় গর্ভবতী মায়েদের পাশে থেকে সহযোগিতা করেন তিনি।

প্রায় ৪ যুগের বেশি সময় ধরে গ্রাম থেকে গ্রামে ছুটে বেরিয়েছেন তিনি । এ জন্য তিনি কোন পারিশ্রমিক নেন না। আপদ-বিপদ, ঝড়-বৃষ্টির মধ্যেও তিনি ছুটে যান গর্ভবতী  নারীদের পাশে। প্রসব বেদনায় পাশে থেকে দক্ষ হতে পৃথিবীর আলো দেখিয়েছেন নবজাতকদের। অন্তঃসত্ত্বা নারীদের কাছে আমেনা নামটি ভরসার জায়গা। কারো সাথে সঙ্গে রক্তের কোন সম্পর্ক না থাকলেও সন্তান জন্মের সময় সহায়তা করার কারণে আমেনার সাথে আত্মিক বন্ধন গড়ে উঠেছে কয়েক প্রজন্মের।

সম্মাননা স্মারক গ্রহন করে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। এ সময় তিনি বলেন,আমাকে এর আগে এরকম সম্মান কেউ দেয়নি। তারা আমাকে যে সম্মান দিয়েছে এ জন্য খুব ভাল লাগছে। তাদের জন্য দোয়া করি, তারা ভাল থাকুক।

কালবেলার জেলা প্রতিনিধি রেজওয়ান রনির সঞ্চালনা ও রংপুর সম্মিলিত  সাংবাদিক সমাজের সদস্য সচিব লিয়াকত আলী বাদলের সভাপতিত্বে বর্ষপূর্তি অনুষ্ঠানে বক্তব্য দেন, সিনিয়র সাংবাদিক ও এটিএন বাংলার ব্যুরো প্রধান মাহবুবুল ইসলাম, সুশাসনের জন্য নাগরিক-সুজনের মহানগর সভাপতি ফখরুল আনাম বেঞ্জু, রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার সরকার মাজহারুল মান্নান,যুগান্তরের সিনিয়র রিপোর্টার রেজাউল করিম প্লাবন,

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. ইলিয়াস প্রামানিক, কারমাইকেল কলেজের শিক্ষক এমএ রউফ খান, বাংলার চোখের চেয়ারম্যান তানবীর হোসেন আশরাফী,কৃষক নেতা অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ প্রমুখ।

অতিথিরা বক্তব্যে বলেন, সংবাদ ও সাংবাদিকতায় কালবেলা নতুন ডাইমেনশন। বিভিন্ন অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে তারা যে দুঃসাহস দেখিয়েছে তা প্রশংসার ঊর্ধ্বে। বিশেষ করে জুলাই বিপ্লবে সত্য তথ্য ও নির্ভুল সংবাদ পরিবেশন করে মানুষের আস্থা অর্জন করেছে এই পত্রিকা। আগামী দিনের পথ চলায় কালবেলার কাছে মানুষের প্রত্যাশা অনেকাংশে বেড়ে গেছে বলেও জানান তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের সিনিয়র সহ-সভাপতি চঞ্চল মাহমুদ,নিউজ২৪ এর ব্যুরো প্রধান রেজাউল করিম মানিক, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুরের সভাপতি নুরুল ইসলাম রিপন,কালের কন্ঠ ও দেশ টিভির ব্যুরো প্রধান রফিকুল ইসলাম রফিক, সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, ঢাকাপোস্টের স্টাফ করেসপন্ডেন্ট ফরহাদুজ্জামান ফারুক, এখন টেলিভিশনের ব্যুরো প্রধান মোকাররম হোসাইন,এনটিভির সিনিয়র রিপোর্টার একে মইনুল হক,কালবেলার উপজেলা প্রতিনিধিরাসহ স্থানীয় সাংবাদিক, সমাজকর্মী ও বিভিন্ন পেশার মানুষ।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home11/onzcfyam/public_html/wp-includes/functions.php on line 5427