হালদা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল উদ্ধার

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে অভিযান চালিয়ে ৫০০০ মিটার জালসহ জাল বসানোর বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।

১৫ই অক্টোবর মঙ্গলবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত গড়দুয়ারা ইউনিয়নের নয়াহাট হতে শুরু করে নাঙ্গোলমোড়া পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। আইডিএফ ও পিকেএসএফ’র স্পীড বোটের সহযোগিতায়
অভিযানে নেতৃত্ব দেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব অংগ্যজাই মারমা ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন।
অভিযানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে ৫০০০ মিটার জালসহ জাল বসানোর বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।
পরে উদ্ধারকৃত অবৈধ জালগুলো রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, হালদা প্রকল্পের প্রকল্প পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন-এর উপস্থিতিতে আইডিএফ হালদা গবেষনা ও প্রশিক্ষন কেন্দ্রে পুড়ানো হয়।
উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন বলেন, অবৈধ মৎস্য শিকারী এবং অবৈধ জাল উদ্ধারে এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

উল্লেখ্য, বিগত ২৬শে আগস্ট হতে ১৫ই অক্টোবর পর্যন্ত হালদা নদীর বিভিন্ন পয়েন্টে মোট সাত বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে অভিযান পরিচালনা করে মোট ৯০০০ মিটার জাল উদ্ধার করা হয়।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles