রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেছেন, সুস্থ থাকতে হলে হাত ধোয়ার বিকল্প নেই।
হাত ধোয়া সঠিকভাবে যদি আমরা করতে না পারি তাহলে আমাদের শরীরে বিভিন্ন রোগে আক্রান্ত হতে হয়। সঠিকভাবে হাত ধুয়ে নিজেকে সুস্থ রাখতে পারব এবং সুস্থ সবল পৃথীবী বিনির্মাণে সহায়তা হবে । হাত ধোয়ার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিশুদ্ধ পানি দিয়ে হাত ধোয়া প্রয়োজন। তিনি আরও বলেন,হাত ধোয়া দিবসগুলো কেন পালন করা হচ্ছে সেটা বাংলাদেশের সব জায়গায় যেন প্রত্যন্ত অঞ্চলে পৌঁছাতে পারি। বিভিন্নভাবে বাইরে থেকে এসে বাসায় ঢুকি হাতটা ঠিকমতো ধোয়া হয় কিনা, টয়লেট করার পরে ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত এটা জানা দরকার।
সকালে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে আরডিআরএস,ওয়াল্ড ভিশন, সিটি কর্পোরেশনের সহযোগিতায় প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল এসব কথা বলেন তিনি।
আজ মঙ্গলবার সকালে রংপুর নগরীর হনুমান তলা
সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় ও রবাসানগঞ্জের তিন নম্বর ইস্পাহানি ক্যামে স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদায় গুরুত্বপূর্ণ স্লোগান কে সামনে রেখে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৪ এর শুভ উদ্বোধন ও হাত ধোয়া প্রদর্শনী,আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পঙ্কজ কুমার সাহা সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, রংপুর জেলা পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দিন,রংপুর সিটি কর্পোরেশনের বস্তি উন্নয়ন কর্মকর্তা মিয়া।