নেত্রকোণার কেন্দুয়ায় টিসিবির পণ্যসহ পাইকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতিকে আটক করেছে সেনাবাহিনী। পণ্যসমূহের মধ্য রয়েছে চাল, ডাল ও তেল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সেনাবাহিনীর একটি দল কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের বাড়লা গ্রামের ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসেম ভুঁইয়ার বাড়িতে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে তাঁর নিজ ঘর থেকে টিসিবির চাল, ডাল ও তেল উদ্ধার করা হয়।
সূত্রে জানা যায়, পাইকুড়া ইউনিয়নের মিঞা হোসেন মার্কেট এলাকায় কার্ডধারীদের মাঝে টিসিবির পণ্য বিক্রি করতে আসেন মেসার্স আয়েশ ট্রেডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি। এসময় আবুল হাসেম ভুঁইয়া, টিসিবির ঐসব পণ্য সংগ্রহ করে তাঁর বাড়িতে নিয়ে যায়। বৃহস্পতিবার সকালের দিকে সেনাবাহিনী আবুল হাসেম ভুঁইয়ার নিজ ঘর থেকে টিসিবির পণ্য সহ হাসেম ভুঁইয়াকে আটক করে নিয়ে যায়।
কেন্দুয়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মজনুর রহমান খন্দকার জানান, অপ্রিয় হলেও সত্য বিএনপির বর্তমান কমিটিতে এমন কিছু লোকজন আছে যাদের জন্য আজকের এই নেগেটিভ বিষয়গুলো সামনে আসছে। ত্যাগি ও নিঃস্বার্থ কর্মীদের বাদ দিয়ে কমিটি করলে দলের অবস্থা নাজুক হবেই।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে মুঠোফোনে সাংবাদিকদের জানান, পাইকুড়া ইউনিয়নের বাড়লা গ্রাম থেকে আবুল হাসেম ভুঁইয়াকে টিসিবির চাউল, ডাল, তৈল সহ আটক করে থানায় নিয়ে আসেন সেনাবাহিনী। আটক আবুল হাসেম ভুঁইয়ার বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন সাংবাদিকদের জানান, পাইকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সেনাবাহিনীর কাছে আটক হয়েছি শুনেছি। আমরা মিটিংয়ে বিষয়টি নিয়ে আলোচনা করে আবুল হাসেম ভুঁইয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করিব।