রংপুরে তিন দিন ব্যাপী তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত রংপুর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে তিন দিনের মোট পাঁচটি সেশনের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের তৃতীয় দিনের প্রথম ও শেষ সেশন সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে তানযীমুল উম্মাহ বালক, গার্লস ও প্রি-হিফয মাদরাসা, রংপুরের খলীফা পাড়া ও হাজীপাড়া শাখার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার প্রদান,একাডেমিক ফলাফলের পুরষ্কার প্রদান, কায়েদা ও নাজেরা বিভাগে ছাত্রদের সবক প্রদান করা হয় । পুরো সেশন জুড়ে কুরআন তেলাওয়াত, ইসলামী সংগীত, বাংলা-ইংরেজী-আরবি ভাষায় শীক্ষার্থীদের উপস্থিত বক্তৃতা , পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের তৃতীয় দিনের প্রথম ও সমাপনী সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুলাটোল কামিল মাদরাসা, রংপুর এর প্রিন্সিপাল মাওলানা আজগর হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম সরকারি কলেজের প্রিন্সিপাল, ডক্টর জাহাঙ্গীর আলম । অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা নজরুল ইসলাম সাদী, ডাক্তার মারুফ হোসাইন, ডক্টর ফরহাদ উল ইসলাম, ক্বারী মোঃ শফিউল আজম প্রমূখ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আজগর হোসাইন বলেন, বিগত ১৭ বছরের জঞ্জাল কাটিয়ে এখন একটি ইসলামী সমাজ বিনির্মাণের সময় এসেছে, সেই লক্ষ্যে তানজিমুল উম্মাহ ফাউন্ডেশন ডির অলস ভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরো বলেন, তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসা থেকে বিশ্বের বড় বড় বিজ্ঞানী, দার্শনিক, চিকিৎসক ও জগৎ বিখ্যাত আলেম তৈরি হবে এমন প্রত্যাশা করছি তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন কর্তৃপক্ষের কাছে।
এছাড়াও তিনি বলেন, তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসার শিক্ষার্থীদের কোরআন হিপসের পাশাপাশি আরবি, ইংরেজি ও বাংলা ভাষায় বক্তব্য দেয়ার চর্চা, মধুর সুরে কোরআন তেলাওয়াত এবং ইসলামী সংগীত পরিবেশনে আমি মুগ্ধ হয়েছি।
তানজিমুল উম্মাহ মাদ্রাসার শিক্ষার্থীরা আগামী দিনে ইসলামী ও উন্নত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গড়ার কাজে ব্যাপক ভূমিকা রাখবে।
উল্লেখ্য, তানজিমুল উম্মাহ হিফয মদরাসা, রংপুর শাখা, হাজীপাড়া সেকশন, গার্লস সেকশন ও প্রি-হিফয সেকশনের মোট ১০১৬ জন শিক্ষার্থীকে পুরস্কার বিতরণ করা হয়।