আর্থিক লেনদেনের বিরোধিতার জের ধরে আলোচিত হত্যাকান্ডে জড়িত ২জনকে আটক করেছে রংপুর জেলা পুলিশ।
এ উপলেক্ষ আজ রোববার বিকেলে রংপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মলনের আয়োজন করে রংপুর জেলা পুলিশ।
সংবাদ সম্মলনে লিখিত বক্তব্য পাঠ করেন রংপুর পুলিশ সুপার মোঃ শরীফ উদ্দিন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ০৯ সেপ্টেম্বর রাতে মোঃ মোকতারুল ইসলামকে ডেকে নিয়ে মিঠাপুকুর উপজেলার লতিবপুর ইউনিয়নের বলদিপুকর এলাকায় একই উপজেলার অভিরাম নুরপুরের তহিদুল ইসলাম(৩৬) এবং আল আমিন মিয়া(৩৭) সহ ৫-৬জনের একটি সংঘবদ্ধদল পরিকল্পিত ভাবে হত্যা করে রাস্তার ধারে ফেলে রেখে যায়।
হত্যাকান্ডের ৫দিন পর উপজেলার বলদীপুকুর এলাকা হতে গতকাল রাতে মোকতারুল ইসলাম হত্যাকান্ডের প্রধান ২ অভিযুক্ত তহিদুল ইসলাম(৩৬) এবং আল আমিন মিয়াকে ১৪ সেপ্টেম্বর রংপুর জেলা পুলিশ গ্রেফতার করে এবং তাদের দেয়া তথ্যের ভিত্তিতে মোকতারুল ইসলামের মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
আসামীদের জিজ্ঞাসাবাদ শেষে আজ রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। মামলার ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।