ফুলবাড়ীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণ সমাবেশ অনুষ্ঠিত 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছাত্র জনতার গণ বিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দূর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও অবৈধ সম্পদের মালিকদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান এবং ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির প্রত্যাশা পূরণে ইসলাম ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৪ সেপ্টেম্বর বিকালে ফুলবাড়ী কাচারী মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ- রংপুর মহানগর সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা মুফতি মো. আব্দুর রহমান কাসেমী।

সভায় উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি এইচ এম আব্দুর রহমান ও সহ – সভাপতি মাওলানা আতিকুর রহমানের সঞ্চালনায় কুড়িগ্রাম জেলা সভাপতি আলহাজ্ব শাহাজাহান মিয়া, যুগ্ম সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা শেখ নুর মহাম্মদ, ইসলামী যুব আনোদালনের জেলা সভাপতি আ.ন.ম. আশিকুর রহমান, ফুলবাড়ী উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক আফজাল হোসেন বাবুল, যুব নেতা মুহাম্মদ আশরাফুল ইসলাম, উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ মাসউদ রানা বক্তব্য রাখেন। 

বক্তরা গত ১৫ বছরে আওয়ামী দুঃশাসনে যারা অবৈধভাবে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন তাদের সম্পদ বাজেয়াপ্ত করে সরকারী কোষাগারে জমা করা, দূর্নীতিবাজদের গ্রেফতার ও নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে অন্তঃবর্তিকালীন সরকারের প্রতি আহবান জানান।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles