নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সভাপতি এবং এন.এ.এন টিভি’র নিউজ কো অর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ টিটিু’র উপর হামলা হয়েছে। গত মঙ্গলবার রাতে বাড়ি ফিরার সময় হাজিগঞ্জ কেল্লা’র সামনে এ ঘটনা ঘটে।
ধারণা করা যাচ্ছে তারা ছিনতাইকারীও হতে পারে, কারণ সাথে থাকা টাকা ও জরুরী কাগজ রাখা একটি ব্যাগ ছিলো সেটা ধস্তাধস্তি করে নিয়ে গেছে। তাদের হাতে থাকা ছুরি ফেলে গেছে। যারাই ছুরিকাঘাত করেছে তারা হয়তো সুযোগ পেলে হত্যাই করে ফেলতো। এমনিতে বহু আগে থেকেই ওই স্থানটি অন্ধকার থাকে এবং ছিনতাই চক্রের আনাগোনা বেশী।
এম সার্কাস, পাঠানটুলী ও নবীগঞ্জ এলাকার চিহ্নিত মাদক কারবারি ও ছিনতাইবাজরা আবারো সক্রিয় হয়ে উঠেছে। কি আর করার আইন শৃঙ্খলা বাহিনির নিরবতার সুযোগ তো নিবেই। তারপরেও আশা রাখি নব নিযুক্ত পুলিশ সুপার মহোদয় দ্রুত জেলার আইন শৃঙ্খলা বাহিনির সদস্যদের উজ্জীবীত করবে।
আর এ ঘটনার মূল রহস্য উদঘাটন করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনবে।
তবে সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষের দাবি দ্রুত নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা উন্নতি করার দরকার।