ত্রাণ তহবিলে কিশোরগঞ্জ জেলা বিএনপির ১০ লক্ষ টাকা প্রদান

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং অতিবৃষ্টির কারণে সৃষ্ট স্মরণকালের ভয়াবহ বন্যায় দেশের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইতোমধ্যেই এই আকষ্মিক বন্যায় ১১ জেলায় নারী শিশু সহ ৭১ জন

প্রাণ হারিয়েছে। ভারত সম্পুর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে কোন প্রকার পূর্ব সতর্কতা ছাড়াই ত্রিপুরা রাজ্যের গোমতি নদীতে নির্মিত ডম্বুর ও গজলডোবা,এবং ফারাক্কা বাঁধ খুলে দেওয়ায় আকস্মিক ভাবে সৃষ্ট বন্যায় বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং পুনর্বাসনের জন্য কিশোরগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে নগদ ১০ লক্ষ টাকা কেন্দ্রীয় ত্রাণ তহবিলে প্রদান করা হয়েছে।

মঙ্গলবার ৩ সেপ্টেম্বর দুপুরে পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাঃ জাহিদ হোসেন এর হাতে কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ( ময়মনসিংহ বিভাগ) মোঃ শরীফুল আলম নেতৃবৃন্দের উপস্থিতিতে ত্রাণ তহবিলে এই অর্থ প্রদান করেন।

এই সময় কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সহ সিনিয়র নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিল।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles