ঝিনাইগাতীতে বিদেশী মদসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

: শেরপুরের ঝিনাইগাতীতে ৩৭ বোতল বিদেশী মদ সহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে তাদেরকে উপজেলার শালচুড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার ডাকাবার এলাকার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে মো. ফারুক আহম্মেদ(৩২), নয়াগাও এলাকার জয়নাল আবেদীনের ছেলে মো. সাকিল মিয়া(২৮) এবং ঝিনাইগাতী সদরের মো. আব্দুল মজিদের ছেলে মো. শাহিনুর ইসলাম (২৮)।

র‍্যাবের জামালপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মো. আব্দুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক দল উপজেলার শালচূড়া আলহাজ্ব এস.এম.এ ওয়াজেদ নাইম মডেল কলেজের সামনে অভিযান চালিয়ে ৩৭বোতল বিদেশী মদ সহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত মদের বর্তমান বাজার মুল্য ১ লাখ ২৩ হাজার টাকা। গ্রেপ্তারকৃত মো. ফারুক আহম্মেদের নামে ইতিপূর্বে আরো ৮টি মামলা রয়েছে। এছাড়াও তারা দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা চালিয়ে আসছে।

মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতদের ঝিনাইগাতী থানায় সোপর্দ করা হয়েছে।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles