সোনালী আশেঁর সোনার দেশ, পরিবেশবান্ধব বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কেন্দুয়া উপজেলার প্রকৃত পাটচাষীদের বাদ দিয়ে ব্যাপক অনিয়মের মধ্য দিয়ে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ হল রুমে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় পাট ও পাটবীজ উৎপাদন পাটচাষী প্রশিক্ষণ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা ড. সালমা লাইজু, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ আতাউর রহমান নোমানী, কেন্দুয়া উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা।নী, কেন্দুয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শারমিন সুলতানা।
এসময় কেন্দুয়া উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
তবে এ প্রশিক্ষণ কর্মশালায় প্রকৃত পাটচাষীদের প্রশিক্ষণ না করিয়ে নিজের ইচ্ছেমতো প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করায় জেলা বীজ প্রত্যয়ন অফিসার ড. সালমা লাইজু ও কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার কেন্দুয়া উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. রুহুল আমিনের প্রতি অসন্তোষ প্রকাশ করেন। এসময় ইউএনও ইমদাদুল হক তালুকদার রুহুল আমিনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে উল্লেখ করেন।