কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা সদরে অবস্থিত উদয়ন কিন্ডারগার্টেন এন্ড স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ আগস্ট) ১১ ঘটিকায় উদয়ন কিন্ডারগার্টেন এন্ড স্কুল প্রাঙ্গণে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সলিল কান্তি রায়ের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাকীন মাশরুর খান।
উদ্বোধক ছিলেন, ঢাকা ডেলটা হেলথ কেয়ার হাসপাতালের চর্ম ও যৌন বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ আব্দুর সাদির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর থানা ওসি (তদন্ত) লুৎফর রহমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার রেজা-ই-রাব্বী, উদয়ন কিন্ডারগার্টেন এন্ড স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও গ্লোরিয়াস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ নাদিমউল্লাহ্।