ধ্বংসাত্মাক কর্মকান্ড করতে দেওয়া হবে না বিএসএমএমইউ স্বাচিপ

 

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) শান্তি সমাবেশ করেছে। শনিবার দুপুরে ( ৩ আগস্ট ) বি ব্লকের সামনে এ সমাবেশের আয়োজন করে শাখা স্বাচিপ।

সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যাল শাখা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সদস্য সচিব সহযোগী অধ্যাপক ডা. আরিফুল ইসলাম জোয়ার্দার টিটো বলেন, কোটা বিরোধী আন্দোলন নিহতদের প্রতি গভীর সমাবেদনা প্রকাশ করছি। এই ঘটনায় জড়িতদের তদন্ত করে বিচার করতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় স্বাচিপ কখনোই কোন অন্যায়, অত্যাচার বা অস্থিতিকর পরিস্থিতি পক্ষে নই। আমরা কখনোই কোন ধ্বংসাত্মাক কর্মকান্ড করতে দেব না।আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সবকিছু শান্তির মাধ্যমে সমাধান করা যাবে । সকলকে যার যার জায়গা থেকে দায়িত্বশীল আচারণ করতে হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শাখা স্বাধীনতা চিকিৎসক পরিষদের আহ্বায়ক অধ্যাপক ডা. আবু নাসার রিজভী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের বিষয়ে বেশ আন্তরিক। কোটা বাতিল করার জন্য সরকারের পক্ষ থেকে আপিল করা হয়েছে। তাদের এই কোটা বিরোধী আন্দোলন অন্যখাতে প্রবাহিত করার জন্য অপচেষ্টা করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী চান শান্তিপূর্ণ অবস্থান। মনানীয় প্রধানমন্ত্রীর হাত ধরেই এই সংকটের অবসান হবে।

এই সমাবেশে সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. আহসান হাবিব হেলাল, অধ্যাপক ডা. সুভাষ কান্তি দে, সহযোগী অধ্যাপক ডা. বিজয় কুমার পাল, সহযোগী অধ্যাপক ডা. জাকির হোসেন সুমন, সহযোগী অধ্যাপক ডা. বিদ্যুৎ চন্দ্র দেবনাথ, সহযোগী অধ্যাপক ডা. জাকির হোসেন সুমন, ডা. নিরুপম চৌধুরী, ডা. জাহান শামস নিটল, ডা. শাহনেওয়াজ বারি, ডা. এহসানুল কবির সুমন, ডা. তুষার এনায়েত, ডা. হাসানুল হক নিপুন প্রমুখসহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যায় শাখা স্বাচিপের একটি মিছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ, বারডেম, বিএসএমএমইউর ৩ নং গেট, কেবিন ব্লক হয়ে সি ব্লক, ডি ব্লক প্রদক্ষিণ করে টিএসসি পার হয়ে বি ব্লকের সামনে অবস্থান করে।এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা কর্মচারীদের একটি শান্তিপূর্ণ বিশাল মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে শান্তি সমাবেশ যোগদান করেন।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles