চান্দিনায় স্মরণে যথাযোগ্য মর্যাদায় পবিত্র আশুরা ও শোহাদায়ে কারবালা শীর্ষক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।১৭ জুলাই বুধবার সকালে কুমিল্লার চান্দিনা পৌর এলাকায় অবস্থিত, ছায়কোট জামিয়া নূরীয়া নাজিরীয়া মাদরাসায় উক্ত আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় অত্র হাফেজী মাদরাসার নির্বাহী পরিচালক মুফতী কাজী ছিদ্দিকুর রহমান নাজিরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন অত্র মাদরাসার প্রধান শিক্ষক মুফতী মুহাম্মদ আবদুল হাকিম নাজিরী, সেক্রেটারি মো: সালাহ উদ্দিন, মুহিব্বিনে আহলে বাইত রেজভীয়া দরগাহ্ শরীফের খলিফা মাওলানা আলহাজ্ব এম এ মুবিন আনোয়ারী, মাওলানা কাজী হুমায়ুন কবির আজাদী, জমিদাতা সদস্য মুহাম্মদ আব্দুল হক, মুহাম্মদ ওয়ালিউল্লাহ, মাওলানা সাদ্দাম হোসেন, প্রতিষ্ঠানের অর্থ সচিব কাজী মনির হোসেন, মাওলানা ফায়জান শাহ্, হাফেজ জাকিরুল ইসলাম, হাফেজ শাহাদাত হোসাইন, হাফেজ সিয়াম,শিক্ষকমন্ডলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন- ইমাম হুসাইন রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহুর ঈমানী চেতনা, ধৈর্য, ত্যাগ এবং দয়াল নবিজীর আদর্শ বুকে ধারণ ও ইসলামের ঝান্ডা উড্ডীন করতে নজিরবিহীন ইতিহাস সৃষ্টি করেছেন। প্রতিটা মুমিন মুসলমান তাদের বাস্তব জীবনে সেটা প্রতিফলন করা ঈমানী দায়িত্ব।
আহলে বাইতের সাথে মোহাব্বতের সুদৃঢ় সম্পর্ক অটুট রাখা প্রকৃত ঈমানের পরিচায়ক এবং আমাদের সন্তানাদি ও ভবিষ্যৎ প্রজন্মকে আহলে বাইতের আদর্শে গড়ে তুলা একান্ত কর্তব্য বলে মনে করেন।আলোচনা শেষে দেশ,জাতি ও মুসলিম উম্মার শান্তি,কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।