শ্রীলংকার মাটিতে অনুষ্ঠেয় নারী এশিয়া কাপে অংশ নিতে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ১২টা ৫৫ মিনিটে নিগার সুলতানা জ্যোতিরা ঢাকা ত্যাগ করেন।এদিকে দেশ ছাড়ার আগে সোমবার (১৫ জুলাই) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন নিগার সুলতানা জ্যোতি। এ সময়ে এশিয়া কাপে নিজেদের লক্ষ্যও জানান টাইগ্রেস অধিনায়ক।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে নানা বিষয়ে কথা বলেন জ্যোতি। নারী ক্রিকেটারদের কাছে এশিয়া কাপ নিয়ে আবেগ ও টুর্নামেন্টটি দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারার কথা জানান তিনি।
বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য সেমিফাইনাল উল্লেখ করে জ্যোতি বলেন, ‘সর্বশেষ এশিয়া কাপে আমরা সেমিফাইনালে যেতে পারিনি। এবার স্বাভাবিকভাবেই প্রথম লক্ষ্য সেমিফাইনাল। এর জন্য আমাদের প্রথম ম্যাচটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।’
তিনি আরো বলেন, ‘লম্বা সময় ধরে আমরা ভালো করছি না। কিছু ব্যক্তিগত পারফরম্যান্স দেখেছি, কিন্তু দল হিসেবে ভালো করিনি। আমাদের মোমেন্টামের জন্য শ্রীলংকার বিপক্ষে প্রথম ম্যাচটা ভালো করে শুরু করতে চাই।’
দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন দুই সিনিয়র ক্রিকেটার জাহানারা আলম ও রুমানা আহমেদ। তাদের নিয়ে জ্যোতি বলেন, ‘অভিজ্ঞতা সবসময় কাজে লাগে। তারা দুজনই সর্বশেষ দুটি এশিয়া কাপে খেলেছেন। রুমানা আপু অনেকদিন পর ফিরলেন। জাহানারা আপুও।’
জ্যোতি যোগ করেন, ‘দুজনই কিন্তু সর্বশেষ ঘরোয়া টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করেছেন। এই দুজন অভিজ্ঞ খেলোয়াড় আমার মনে হয় দলে অনেক বড় প্রভাব ফেলবে। আমরা প্রস্তুতি ম্যাচগুলোতে দেখেছি তারা তাদের অভিজ্ঞতা কাজে লাগাচ্ছে। এটা দলের জন্য সুবিধা হবে।’
উল্লেখ্য, এশিয়া কাপের এবারের আসরে ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলংকা, মালয়েশিয়া ও থাইল্যান্ড। আসরের দ্বিতীয় দিনে অর্থাৎ ২০ জুলাই লংকানদের মুখোমুখি হবে জ্যোতিরা। অন্যদিকে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের সঙ্গে নেপাল এবং সংযুক্ত আরব আমিরাত গ্রুপ এ’তে আছে।
বাংলাদেশের স্কোয়াড : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, দিলারা আক্তার, মুর্শিদা খাতুন, রুমানা আহমেদ, রিতু মণি, মারুফা আক্তার, জাহানারা আলম, রাবেয়া, সুলতানা খাতুন, রুবাইয়া হায়দার ঝিলিক, স্বর্ণা আক্তার, ইশমা তানজুম, সাবিকুন্নাহার জেসমিন ও শরিফা খাতুন।
বাংলাদেশের ম্যাচসূচি-
২০ জুলাই: শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ
২২ জুলাই: বাংলাদেশ বনাম থাইল্যান্ড
২৪ জুলাই: বাংলাদেশ বনাম মালয়েশিয়া