সাধ আছে কিন্তু সাধ্য নেই’ একটি দরিদ্র পরিবারের নিত্যদিনের গল্প এটি। এমন পরিবারের পাশে দাঁড়াতে ফেনীর অন্যতম নিবন্ধনকৃত মানবিক, সেচ্ছাসেবী ও সমাজ উন্নয়ন সংস্থা পায়রা ইয়ুথ সোসাইটি ‘প্রজেক্ট স্বাবলম্বী’ নামে উদ্যোগটি চলমান আছে।
তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (৯ জুলাই) ছাগলনাইয়া উপজেলা সমাজসেবা কার্যালয়ে একজন অসহায় নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
পায়রা ইয়ুথ সোসাইটির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফয়সল ভূঁইয়ার সংঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসের সহকারী পরিচালক আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন ডিবিসি নিউজ ও ডেইলি অবজারভার পত্রিকার ফেনী জেলা প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, ছাগলনাইয়া ব্লাড ডোনার্স ক্লাবের সভাপতি জিয়াউল হক বাবলু।
আরো উপস্থিত ছিলেন পায়রার পরিচালক অর্থ জিয়াউল হক মিলনসহ প্রমুখ।