নীলফামারী জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার মোঃ মোকবুল হোসেন।
মঙ্গলবার (০৯ জুলাই/২৪) দুপুরে জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় নীলফামারী জেলার সার্বিক পরিস্থিতি ও আইন শৃঙ্খলা বিষয়ে আলোচনা শেষে নবাগত পুলিশ সুপার তার বক্তব্যে নীলফামারীকে মাদকের বিরুদ্ধে জিরো টরালেন্স ঘোষণা করেছেন। এছাড়াও জুয়া, আতœহত্যা, বাল্যবিবাহ সহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে গুরুত্বের সাথে কাজ করবেন বলেও জানান তিনি।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) মোঃ মোস্তফা মঞ্জুর-পিপিএম, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ তানভীরুল ইসলাম, টিআই জ্যোতির্ময় রায়, জেলা প্রেসক্লাবের সভাপতি মঞ্জুরুল আলম সিয়াম, সাধারণ সম্পাদক নুর আলম, জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল-ফারুক পারভেজ উজ্জ্বল, সাধারণ সম্পাদক আল আমিন, বাংলাভিশনের নীলফামারী জেলা প্রতিনিধি নূর আলম সিদ্দিকী,আমাদের অর্থনীতি ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি স্বপ্না আক্তার, গ্লোবাল টেলিভিশন ও আমাদের নতুন সময় জেলা প্রতিনিধি সোহেল রানা,মর্নিং গ্লোরি জেলা প্রতিনিধি আবু হাসান, দৈনিক জনতা জেলা প্রতিনিধি এন,এম,হামিদি বাবু,আজকের দৈনিক পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ হারুন উর রশিদসহ জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য- গত ৮ জুলাই সোমবার বিদায়ী পুলিশ সুপার মোঃ গোলাম সবুর এর নিকট হতে নীলফামারী জেলার দায়িত্বভার গ্রহণ করেন নবাগত পুলিশ সুপার জনাব মোঃ মোকবুল হোসেন।