শিক্ষকদের পেনশন আন্দোলনকে যৌক্তিক উল্লেখ করে বিরোধী দলীয় নেতা, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি বলেছেন, অন্ধভাবে আনুগত্য করবে এমন ব্যক্তিদের চাকুরীতে নিয়ে আসতে সরকার মুক্তিযোদ্ধা কোটা ব্যবহার করছে।
সোমবার বিকাল সাড়ে ৩ টায় রংপুরে দু’দিনের সফরে এসে সার্কিট হাউজে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। জিএম কাদের বলেন, সরকারের অনুগত শিক্ষকদের জোরকরে পেনশন স্কিম চাপিয়ে দেওয়ায় এখন তারাই সরকারের প্রতি আস্থা রাখতে না পেরে আন্দোলনে নেমেছে।
সরকারের অব্যবস্থাপনা ও দূর্নীতির কারণে মেগাপ্রকল্পে বড় অংকের টাকা নষ্ট করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। জিএম কাদের দেশের স্বার্থে প্রয়োজনে ঋণ নিয়ে হলেও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবী জানিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মনিরুজ্জামান, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, রংপুর জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরীসহ জেলা ও মহানগর জাতীয় পার্টির সকল নেতাকর্মীবৃন্দ।