কিশোরগঞ্জের কুলিয়ারচরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩ (আরইআরএমপি-৩) শীর্ষক প্রকল্পের নারী কর্মীদের সঞ্চয়কৃত অর্থের চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
রবিবার, ৭জুলাই উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কুলিয়ারচর অফিসের আয়োজনে চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আলম।
এ সময় উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এস.আর.এম.জি কিবরিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রকৌশলী (এলজিইডি) মো. কবির হোসেন ও সার্ভেয়ার (এলজিইডি) মো. মোখলেছুর রহমানসহ প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন হিসাবরক্ষক (এলজিইডি) মো. সোহরাওয়ার্দী। এসময় উপজেলার ৬ টি ইউনিয়নের ৬০ জন নারী কর্মীর মাঝে প্রায় ৭২ লাখ টাকার চেক ও সনদপত্র বিতরণ করেন অতিথিগণ