বাগেরহাট সদরের লাউপালায় শ্রী-শ্রী জিউর মন্দির প্রাঙ্গনে দেশের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। লাউপালায় ৩৫০ বছরের পুরানো সনাতন ধর্মগুরু শ্রী-শ্রী জগনাথ দেবের ঐতিহ্যবাহী এই রথযাত্রা ও মাসব্যাপী মেলার উদ্ধোধন করেন বাগেরহাট- ২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়।
রবিবার দুপুরে রথযাত্রা ও মাসব্যাপী মেলার উদ্ধোধন শেষে হাজার-হাজার ধর্মপ্রান সনাতন ধর্মালম্বিরা দড়ি বেধে টেনে লাউপালায় শ্রী-শ্রী জিউর মন্দির থেকে বিশাল রথটিকে বাইরে নিয়ে আসেন। ধর্মীয় রিতি অনুযায়ী সাত দিন পর আগামী ১৫ জুলাই অনুষ্ঠিত হবে উল্টো রথযাত্রা উৎসব।
এছাড়া ইসকন এর উদ্যোগে বাগেরহাট শহরে রথ শোভা যাত্রা অনুষ্ঠিত হয় ।
বাগেরহাটে লাউপালায় রথযাত্রার উদ্ধোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু, লাউপালায় শ্রী-শ্রী জিউর মন্দির কমিটির সাধারন সম্পাদক অমিত রায় প্রমুখ।