ভাসমান শ্রমজীবি মানুষ যাতে ক্লান্তি-অবসাদে বিশ্রাম নিতে পারে সেই উদ্দেশ্যে চট্টগ্রামের রাউজানে নির্মিত হচ্ছে বিশ্রামাগার পান্থশালা’।
রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী র উদ্যোগে এই বিশ্রামাগারের নির্মাণ কাজ শেষ হলে এইখানে ভাসমান শ্রমিকরা বিশ্রামের সুযোগ পাবে।
৭ জুলাই রোববার সকাল ১০ ঘটিকায় বিশ্রামাগার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি।
এ সময় উপস্থিত ছিলেন
র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, সহকারী কমিশনার ভূমি রিদুয়ানুল ইসলাম, রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) রিদুয়ানুল ইসলাম। এ সময় ইউপি চেয়ারম্যান, পৌর কাউন্সিলর, উপজেলা পরিষদের বিভাগীয় কর্মকর্তা, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী বলেন, ভাসমান শ্রমিকদের দুঃখ-দুর্দশা দেখে তারা যাতে সুন্দর পরিবেশে বিশ্রাম নিতে পারে সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে আমরা একটি স্থানী বিশ্রামাগার নির্মাণ করে দিচ্ছি। এখন থেকে কোনো ভাসমান শ্রমিককে পথে-প্রান্তরে পড়ে থাকতে হবেনা। তাদের সুন্দরভাবে জীবনযাপনের একটা সুযোগ সৃষ্টি করতে পেরে খুব ভালো লাগছে।
সম্পাদক ও প্রকাশক: এম রফিকুল ইসলাম।
ব্যবস্থাপনা সম্পাদক: জিয়া উদ্দিন।
ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুর রহমান নাসির।
সহ সম্পাদক: আসমা আক্তার
সহ সম্পাদক: মোহম্মদ আবু দারদা।