বাগেরহাটের নবাগত জেলা ও দায়রা জজ’র বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন

বাগেরহাটের নবাগত জেলা ও দায়রা জজ মো: আশরাফুল ইসলাম বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্থবক অর্পণ, মাজার জিয়ারত ও দোয়া করেন। ০৬ জুলাই শনিবার বিকালে গোপালগঞ্জের টুংগীপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা নিবেদনের সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ড. মো: আতিকুস সামাদ, যুগ্ম জেলা ও দায়রা জজ ২ এর বিজ্ঞ বিচারক মো: খুরশীদ আলম সহ জেলা জজশীপ ও ম্যাজিস্ট্রেসীর ১২ জন বিচারক।

পরে তিনি পরিদর্শন বইয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা স্মারক মন্তব্য লিখে সমাধিস্থল ত্যাগ করেন।মোঃ আশরাফুল ইসলাম গত ৩ জুলাই বাগেরহাট জেলা ও দায়রা জজ হিসেবে যোগদান করেন। ১৯৭৫ সালে যশোর জেলার অভয়নগর উপজেলার নোয়াপাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।

২০২০ সালে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি প্রাপ্ত হয়ে কুষ্টিয়ার বিশেষ জজ হিসাবে ৪ বছর ৬ মাস দায়িত্ব পালন করার পর বাগেরহাটে জেলা ও দায়রা জজ হিসেবে যোগদান করেন। তাঁর কর্মকালীন সময় তিনি অষ্ট্রেলিয়া ও ভারতের একাধিক প্রদেশে প্রশিক্ষণ নিয়েছেন।।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles