ফেনীতে বর্ণাঢ্য আয়োজনে এনটিভির ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

 

প্রেস বিজ্ঞপ্তি ।।

বর্ণাঢ্য আয়োজনে এনটিভির ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (৫ জুলাই) বিকেলে ফেনী রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মো.বাতেন।

 

ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুকদে নাথ তপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজীব।

 

প্রধান অতিথি গোলাম মো.বাতেন তাঁর বক্তব্যে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, এনটিভি ২১ বছর পূর্বে ‘সময়ের সাথে আগামীর পথে’ স্লোগান যাত্রা করেছিলো। সেসময়ে সারাদেশে মেধাবী সাংবাদিকদের নিয়ে যে যাত্রা শুরু করেছিল টিভিটি সেই ধারাবাহিকতায় এখনো অব্যাহত রেখেছে। এনটিভির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেনী জেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও প্রতিষ্ঠানটির  উত্তরোত্তর সফলতা কামনা করছি।

 

বিশেষ অতিথি ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী তাঁর বক্তব্যে বলেন, সাংবাদিকেরা রাস্ট্র বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখেন। সাংবাদিকদের কারণে আমাদের সমাজে অপকর্ম অনেকাংশে কম হয়। আমাদের ফেনীর সাংবাদিকেরা অতীতেও ফেনীর উন্নয়নে যে ভূমিকা রেখেছে আগামীতেও সেই ধারাকে অব্যাহত রাখবে প্রত্যশা করেন মেয়র।

 

দৈনিক ফেনীর সম্পাদক আরিফ আমিন রিজভীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান দারা।

 

এনটিভির ফেনী জেলা প্রতিনিধি ওসমান হারুনী মাহমুদ দুলাল উপস্থিত সাংবাদিকদের নিকট দোয়া ও সহযোগিতা প্রার্থনা করেন।

 

এসময় ফেনীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles