যৌতুক ও বাল্যবিয়ে প্রতিরোধে বাংলাদেশ ছাত্রলীগের সম্মাননায় ফেনীর ইমা

 

সংবাদ বিজ্ঞপ্তি ।।

যৌতুক ও বাল্যবিয়ে প্রতিরোধে ভূমিকা রাখায় ফেনীর মাহবুবা তাবাচ্ছুম ইমা সম্মাননা পেয়েছেন। বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত অনুষ্ঠানে ব্যক্তিপর্যায়ে বাল্যবিয়ে প্রতিরোধে বলিষ্ঠ ভূমিকা রাখায় অতিথিবৃন্দ ইমার হাতে নগদ ৫০ হাজার টাকা, ক্রেস্ট ও সাটিফিকেট তুলে দেন।

 

‘মাদক, বাল্যবিবাহ, যৌতুক রুখবোই, আগামীর স্মার্ট বাংলাদেশ গড়বই’ প্রতিপাদ্য নিয়ে বিএসএল আন্তঃবিশ্ববিদ্যালয় ইনডোর ক্রিকেট-২০২৪-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ৩ জুলাই মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

 

ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সঞ্চালনায় অতিথি ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তোজা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন’র মেয়র আতিকুল ইসলাম, বিপিএল ক্রিকেটে সাবেক চাম্পিয়ান কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর চেয়ারপার্সন নাফিসা কামাল।

 

ফেনীর মাহবুবা তাবাচ্ছুম ইমা জানান, বিগত ১০ বছর ধরে সে বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করছে। এই সময়ে ফেনীসহ দেশের বিভিন্ন জেলায় ৫০টি অধিক বাল্যবিবাহ বন্ধ করতে সক্ষম হয়েছে। এছাড়া সে ১৬টি বিশেষ অঞ্চলের শিশুদের নিয়ে কাজ করেছে এবং ৬৪ জেলা শিশুদের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছে। ইতোপূর্বে তিনি এনসিটিএফ’র হয়ে ফেনী পৌরসভার প্রতীকী মেয়র ও সদর উপজেলা পরিষদের প্রতীকী চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।

 

বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় ইনডোর ক্রিকেট প্রতিযোগীতা গত ২৬ জুন রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে শুরু হয়। দেশের সরকারি ও বেসরকারি ৬৪টি বিশ্ববিদ্যালয় নিয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি (বিইউ) এবং রানার্স আপ হয়েছে সোনারগাঁও ইউনিভার্সিটি।

 

পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের ফেনীর ইমাসহ দুইজন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানের হাতে সম্মাননা তুলে দেন অতিথিবৃন্দ।

 

অনুষ্ঠানে যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে ভূমিকা রাখায় লালমনিরহাটের মো. স্বাধীন ইসলামকে সম্মাননা দেওয়া হয়। এছাড়া প্রাতিষ্ঠানিকভাবে মাদক প্রতিরোধে মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র ‘বাঁধন’কে সম্মাননা দেওয়া হয়।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles