পঞ্চগড়ের আটোয়ারীতে যুবকের মরদেহ উদ্ধার

পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় শাকিল রানা (২৮) নামে এক যুবকের ব্রিজের নিচ থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩ জুলাই) রাত ১০ টার দিকে আটোয়ারী-বোদা সড়কের পল্লী বিদ্যুৎ এলাকার সুখের পুলের নীচ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত যুবক উপজেলার রাধানগর ইউনিয়নের বড়দাপ প্যারিস এলাকার আজিজুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয়রা পুলের নিচে পানিতে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ ভসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করেন । আটোয়ারী থানার অফিসার ইনচার্জ আবু মুসা মিঞা যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন।
যেহেতু নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি সেহেতু কিছু বলা যাচ্ছেনা কীভাবে মারা গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।
তিনি আরও বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। আটোয়ারী থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles