কেন্দ্রীয় বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে গ্রামীণ ব্যাংক হোগলাপাশা মোরেলগঞ্জ শাখার উদ্যোগে গ্রামীণ ব্যাংক সদস্যদের মাঝে গাছের চারা বিতরণের শুভ উদ্বোধন করেন পিরোজপুর জোনের জোনাল ম্যানেজার প্রদ্যুৎ কুমার বিশ্বাস।
বৃহস্পতিবার বেলা ৩ টায় হোগলাপাশা মোরেলগঞ্জ শাখার ম্যানেজার এস আই এম বলখী খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন পরিচালনা পর্ষদ সদস্য মানসি সাহা, এরিয়া ম্যানেজার জহুরুল ইসলাম প্রমুখ। কেন্দ্রীয় কর্মসূচিতে ৩০ কোটি বৃক্ষ রোপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
এর মধ্যে গ্রামীণ ব্যাংক হোগলাপাশা মোরেলগঞ্জ শাখার উদোগে আগামী ৩ মাস, ৩ লাখ ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ অব্যাহত রয়েছে।