সিঙ্গেল ইউস প্লাস্টিক মুক্ত স্কুল ক্যাম্পাস ঘোষণা করা হয়েছে রংপুরের কালেক্টরেট স্কুল এন্ড কলেজ। জনসচেতনা মুলক দীর্ঘমেয়াদি ক্যাম্পেইনের পর প্লাস্টিক মুক্ত ক্যাম্পাস করা হয় কলেজটি।
আজ সোমবার জেলা পরিবেশ অধিদপ্তরের আয়োজনে সকালে স্কুল হলরুমে আনুষ্ঠানিক ভাবে এই ঘোষনা দেন জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান। পরিবেশ অধিদপ্তর, রংপুর বিভাগের পরিচালক সৈয়দ ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি ছিলেন কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মঞ্জুয়ারা পারভীন, জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আজহারুল ইসলাম, সরকারী পরিচালক বিজন কুমার রায়সহ অনেকেই।
অনুষ্ঠানে প্লাস্টিক ও দুষনমুক্ত শহর, প্লাস্টিক মুক্ত শ্রেনী কক্ষ, স্বপ্নের রংপুর গড়তে নানা ধরনের জনসচেতনতামূলক ডিসপ্লে প্রর্দশন করেন শিক্ষার্থীরা।