শেরপুর জেলা সমিতির নির্বাচনে সভাপতি- নজরুল, সেক্রেটারী-রাজ্জাক

ঢাকাস্থ শেরপুর জেলা সমিতির নির্বাহী পরিষদের তিন বছর মেয়াদী নির্বাচন -২০২৪ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে সাবেক সচিব (সড়ক ও সেতু মন্ত্রনালয়) মোহাম্মদ নজরুল ইসলাম, নির্বাহী সভাপতি পদে সাবেক সিনিয়র সচিব (নৌ পরিবহন মন্ত্রণালয়) ও এসডিএফ এর চেয়ারম্যান মো. আব্দুস সামাদ এবং সাধারণ সম্পাদক পদে ডিপিডিসি এর নির্বাহী ইঞ্জিনিয়ার মো. আব্দুর রাজ্জাক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সোমবার (১জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন শেরপুর সমিতির নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত চূড়ান্ত ফলাফলে ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটি আগামী তিন বছরের জন্য (২০২৫,২০২৬,২০২৭) সমিতির দায়িত্ব পালন করবেন।

নির্বাচন কমিশনার অধ্যাপক তাসলিমা বেগম, সদস্য মো. আমজাদ হোসেন এবং সদস্য আলী ইমাম ফুয়াদ স্বাক্ষরিত ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

উক্ত কমিটিতে অন্যান্যদের মাঝে
রয়েছেন, মেরিটাইম সচিব রিয়ার এডমিরাল (অবসরপ্রাপ্ত) মো. খুরশেদ আলম, কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সৌমিত্র শেখর, আজকের পত্রিকা সম্পাদক প্রফেসর ড.গোলাম রহমান রতন, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মো. আব্দুল্লাহ হারুন, প্রফেসর ড. একেএম সাইফুল মজিদ, লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) আসিফ আব্দুর র‌উফ প্রমুখ।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles