শেরপুরে বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

শেরপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১জুলাই) বিকেলে শেরপুরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার সমাপনী অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম এর সভাপতিত্বে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত ও দৈনিক কালের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক মো. হাকিম বাবুলের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোছা. হাফিজা জেসমিন, পুলিশ সুপার মো. আকরামুল হোসেন পিপিএম, উপজেলা নিবার্হী অফিসার মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান দুলাল মিয়া, শেরপুর প্রেসক্লাবের সভাপতি দেবাশীষ ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন, জেলা কৃষক লীগের সাবেক সভাপতি মো. আসাদুজ্জামান লেবু সহ জেলা ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মী,খেলার পরিচালক, সহকারী পরিচালক, দুই দলের খেলোয়াড়, বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সরকারি বেসরকারি কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলার সমাপনী খেলায় ছানোয়ার হোসেন মডেল কলেজ একাদশ বনাম নকলা হাজী জালমামুদ কলেজ একাদশ দুটি দল অংশগ্রহণ করে। এতে
ছানোয়ার হোসেন মডেল কলেজ একাদশ ০- ১ গোলে নকলা হাজী জালমামুদ কলেজ একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

সভাপতি ও বিশেষ অতিথিদের কাছে প্রথমে নকলা হাজী জালমামুদ কলেজ একাদশকে রানার আপ বিসেবে ছোট গোল্ড কাপ ও ১৫ হাজার টাকা পুরস্কার গ্ৰহগ করে। পরে বিজয়ী হিসেবে ছানোয়ার হোসেন মডেল কলেজ একাদশ বড় গোল্ড কাপ ও ২৫ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles